রবিবার থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
আন্দোলনে নাটোরের ৮টি পৌরসভার সকল কার্যক্রম বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন পৌরবাসী। প্রতিদিনই লাইসেন্স নবায়ন, নাগরিক সনদ, পেনশন সনদসহ জরুরি সেবা নিতে গিয়ে ফিরে যাচ্ছেন তারা। অসহায় হয়ে পড়েছেন কাউন্সিলররাও। নাগরিকরা তাদের দপ্তরে ধরনা দিলেও তারা কোন সহায়তা করতে পারছেন না।
অন্যদিকে নড়াইলে তিনটি পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা পৌরসভার সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ করে আন্দোলনে নেমেছেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন, ভাতা ও পেনশন প্রদানের দাবিতে দেশের ৩৭২ টি পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা একযোগে এ আন্দোলনে নেমেছেন।
রবিবার থেকে টানার পাঁচদিন ধরে নড়াইল জেলা সদর কালিয়া ও লোহাগড়া পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা সব ধরনের নাগরিক পৌর সেবা কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সেবা প্রত্যাশী পৌর নাগরিকরা।